সূরা আল ফাতিহা বাংলা
আয়াত:৭
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অসীম দয়ালু
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
১। সমস্ত প্রশংসা আল্লাহ্ তা’আলারই উপযোগী-যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক
الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
২। যিনি পরম করুনাময়
مَالِكِ يَوْمِ الدِّينِ
৩। যিনি প্রতিফল-দিবসের মালিক
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
৪। আমরা আপনারই ইবাদত করতেছি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করতেছি
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
৫। আমাদিগকে সরল পথ প্রদর্শন করুন
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
৬। ঐ লোকদের পথ-যাহাদের প্রতি আপনি অনুগ্রহ করিয়াছেন
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
৭। তাহাদের পথ নহে-যাহাদের প্রতি আপনার গযব বর্ষিত হইয়াছে, আর না তাহাদের পথ- যাহারা পথভ্রষ্ট হইয়া গিয়াছে।
সূরা ফাতিহার, অনেক গুলো নাম রয়েছে। যেমনঃ- ১। ফাতিহাতুল কিতাব, ২। উম্মুল কোরআন, ৩। শাফিয়াহ (আরোগ্যকারী), ৪। সাবয়ি মাসানীল ৫। সূরাতুল মুনাজাত ইত্যাদি। ফাতিহা শব্দের অর্থ ভূমিকা, কোরআনের শুরুতেই এ সূরাটির স্থান হওয়ায় এর নাম দেয়া হয়েছে ফাতিহা।
সূরা আল ফাতিহা বাংলা ফজিলতঃ ইবনে আব্বাস (রাঃ) বর্ণিত এক হাদীসে এ সূরা তেলাওয়াতের সাওয়াব কুরআনের দুই তৃতীয়াংশ তেলাওয়াতের সাওয়াবের সমতুল্য বলা হয়েছে।
আমলঃ
১। প্রত্যহ, শেষ রাত্রে ৪১ বার এ সূরা পাঠ করলে উপার্যন বৃদ্ধি পায়।
২। সূরা ফাতিহায়, বান্দাহ তার প্রভূর কাছে আবেদন পেশ করে, হে আল্লাহ! তুমি আমাদেরকে সরল পথ দেখাও, যে পথ গযবের এবং গোমরাহির নয়। পক্ষান্তরে যে পথ ইসলামের, আমি সেই পথেই চলতে চাই। যার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকীম। আর ঐ সিরাতুল মুস্তাকীমের উপর সারাটি জীবন অতিবাহিত করা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। এটাই হচ্ছে সূরা ফাতিহার মৌলিক শিক্ষা।
সূরা আল ফাতিহা বাংলা শানে নুযুল:
১। অর্থাৎ,আম্বিয়ায়ে কেরাম (আঃ), ছিদ্দীক, শহীদগন এবং নেককার বান্দাগনের পথ। (বয়ানুল কোরআন)।
২। যাহারা জানিয়া বুঝিয়া সত্যের বিরোধিতা করে, তাহারা গযবের উপযুক্ত। আর যাহারা সত্যকে বুঝিবার ইচ্ছা রাখে না, তাহারা পথভ্রষ্ট। প্রথমোক্ত সম্প্রদায়ই আল্লাহ্ তা’আলার অসন্তোষ এবং গযবের অধিক উপযোগী, কেননা তাহারা জানিয়া বুঝিয়া বিরোধিতা করে । (বয়ানুল কোরআন)
সুরা-বাকারাহ্ এর আয়াত ০১ হতে ৪৯ পর্যন্ত বাংলা অর্থ পড়ার জন্য এখানে ক্লিক করুন-
আমাদের ফেসবুক পেইজে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন।