بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অসীম দয়াল
নামাযের চাবি পবিত্রতাঃ কুতায়বা, হান্নাদ ও মাহমুদ ইবনে গায়লান (রহ.) আলী (রাযি.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সালাতের চাবি হল তাহারাত, আর তাকবীরে তাহ্রীমা (সালাতের পরিপন্থী) সকল কাজকে হারাম করে আর সালাম তা হালাল করে। ইমাম তিরমিযী (রহ.) বলেন, এই বিষয়ে উল্লেখিত হাদীসটি হল সবচেয়ে সহীহ এবং সবচেয়ে উত্তম। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকীল সত্যভাষী। তবে হাদীস বিশেষজ্ঞদের কেউ কেউ তাঁর স্মরণ শক্তির সমালোচনা করেছেন। ইমাম তিরমিযী (রহ.) বলেন, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীকে বলতে শুনেছি যে, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে ইবরাহীম আল হুমাদী প্রমুখ হাদীস বিশারদগণ আব্দুল্লাহ ইবনে আকীলের রিওয়ায়াত দলীল হিসাবে গ্রহণ করেছেন।নামাযের চাবি পবিত্রতা
মুহাম্মদ আল-বুখারী (রহ.) বলেন, তিনি মুকারিবুল হাদীস (তাঁর হাদীস গ্রহণযোগ্যতার কাছাকাছি) এই বিষয়ে জাবির, আবূ সাঈদ (রাযি.) থেকেও হাদীস বর্ণিত আছে। ‘আবু বকর……জাবির ইবনে আবদুল্লাহ (রাযি.) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের চাবি নামায, নামাযের চাবি হল অযূ। (হাদীসটি মুসরী নুসখা থেকে নেয়া হয়েছে।) (তিরমিযী শরীফ-অনুচ্ছেদ-৩)।
বায়তুল খালায় প্রবেশকালে কি পড়বেঃ
কুতায়বা ও হান্নাদ (রাযি.) আনাস ইবনে মালিক (রাযি.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) পায়খানায় প্রবেশকালে বলতেনঃ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসে ওয়াল খাবাইস (হে আল্লাহ! শয়তান, জ্বিন ও সকল কষ্টদায়ক প্রাণী থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। (তিরমিযী শরীফ-অনুচ্ছেদ-৪)।
বায়তুল খালা থেকে বের হলে কি পড়বে
মুহাম্মদ ইবনে ইসমাঈল (রহ.) আয়েশা (রাযি.) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পায়খানা থেকে বের হওয়ার সময় বলতেনঃ গুফরানাকা (হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি)। (তিরমিযী শরীফ-অনুচ্ছেদ-৫)। নামাযের চাবি পবিত্রতা
পবিত্রতা লাভের ফযীলত পড়ার জন্য এখানে ক্লিক করুন-